সকাল থেকে আকাশের মুখ ভার, বেলা বাড়লে বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস 

সপ্তাহের প্রথম দিন কিছুটা স্বস্তিতে রাজ্যবাসী। রবিবার ভ্যাপসা গরমের অস্বস্তি ছিল, বিকেলের দিকে সামান্য ঝোড়ো হাওয়া বইলেও তেমনভাবে বৃষ্টির দেখা মেলেনি। তবে সোমবার ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

হাওয়া অফিস সূত্রে খবর, আগামী দু একদিনের মধ্যে উত্তরবঙ্গে বর্ষা ঢুকছে। দক্ষিণবঙ্গে এখনই বর্ষার আগমনবার্তা না থাকলেও সোমবার জেলায় জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস জারি হয়েছে। বিকেলের দিকে কলকাতা ও আশেপাশের জেলাতেও বৃষ্টি হবে। সেই সঙ্গে ঘন্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝড় বইবে। যার জেরে অদ্রতাজনিত অস্বস্তি থেকে বেশ খানিকটা রেহাই মিলবে বলে আশার খবর দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

এদিকে আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘন্টার মধ্যেই পাহাড়ে বর্ষা ঢুকবে। ইতিমিধ্যেই উত্তরবঙ্গের সমতলের জেলাগুলোতে ঝড় বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। প্রাক বর্ষার বৃষ্টি শুরু হয়েছে আলিপুরদুয়ার, কোচবিহার সহ বেশ কিছু জেলায়। সেই সঙ্গে জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পঙ-এর মতো জেলাগুলোতে ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে।

Comments are closed.