ভাইফোঁটা থেকে বৃষ্টির পূর্বাভাস! ভিজতে পারে ৯টি জেলা 

কালীপুজো শেষ হয়েছে। এখনও ভাইফোঁটা, কার্তিকপুজো, জগদ্ধাত্রী পুজো বাকি। নভেম্বরের শেষ সপ্তাহ পর্যন্ত চলবে উৎসব। এই অবস্থায়, ভাইফোঁটা থেকে ফের বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। 

হাওয়া অফিস জানিয়েছে, বঙ্গোপসাগরে নিম্নচাপের পরিস্থিতি তৈরি হয়েছে। যার জেরে ভাইফোঁটার দিন থেকেই দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে। পূর্বাভাস অনুযায়ী, বুধবার থেকে শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের ৯টি জেলায় বৃষ্টি হতে পারে। যে জেলাগুলোতে বৃষ্টি হতে পারে সেগুলো হল, কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, পূর্ব বর্ধমান এবং নদিয়া।

দক্ষিণবঙ্গ জুড়ে এখন হালকা ঠান্ডার আমেজ। উত্তুরে হাওয়ার জেরে ভোর এবং রাতের দিকে শীত অনুভূত হচ্ছে। তবে বেলার দিকে তাপমাত্রা কিছুটা বাড়ছে। সোমবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল, ২১.২ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের চেয়ে যা এক ডিগ্রি কম। এদিনের সর্বচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে বলে আবহাওয়া দফতর জানিয়েছে। 

Comments are closed.