ফের শীত নিয়ে দুঃসংবাদ শোনাল হাওয়া অফিস। বড়দিনের আগে ফের একবার তাপমাত্রা বেশ কিছুটা বাড়বে। যার ফলে উৎসবের মরশুমেও কার্যত শীতের দেখা না পাওয়ারই সম্ভবনা। যদিও বুধবার তাপমাত্রা বেশ কিছুটা কমেছে বলে জানানো হয়েছে। মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৭ ডিগ্রি সেলসিয়াস। এদিন তা কিছুটা কমে হয়েছে ১৫.১ ডিগ্রি সেলসিয়াস। যা এই সময়ে স্বাভাবিক তাপমাত্রা।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে। এর ফলে দক্ষিণবঙ্গে জলীয় বাষ্প ঢুকছে। যার জেরে উত্তুরে হাওয়া বাধা পাবে। শুক্রবার থেকেই তাপমাত্রা কিছুটা ঊর্ধ্বমুখী হবে। ফলে, বড়দিনে কার্যত শীতের দেখা মিলবে না। তবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়লেও বৃষ্টির কোনও সম্ভবনা নেই বলেই জানানো হয়েছে।
Comments are closed.