রাত পোহালেই পঞ্চায়েত ভোট, আবহাওয়া কেমন থাকবে? যা জানাল হাওয়া অফিস 

কয়েকদিন ধরেই দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছে। যদিও অদ্রতাজনিত অস্বস্তির হাত থেকে রেহাই মিলছে না। তবে আকাশে মেঘের বহর দেখে অনেকের মনেই প্রশ্ন, ভোটের দিন অর্থাৎ শনিবার আবহাওয়া কেমন থাকবে? ভোট কেন্দ্রে যেতে বৃষ্টি বাধা হয়ে দাঁড়াবে না তো? 

আবহাওয়া দফতর জানিয়েছে, গত কয়েকদিন দক্ষিণবঙ্গের জেলায় জেলায় যেভাবে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হচ্ছে। শনিবারও পরিস্থিতি তেমনটাই থাকবে। অর্থাৎ ভোট দিতে বেরোনোর সময় অবশ্যই ছাতা সঙ্গে রাখতে হবে। তবে দক্ষিণবঙ্গের কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। আবহাওয়ার প্রেক্ষিতে দক্ষিণবঙ্গে পঞ্চায়েত ভোট নির্বিঘ্নেই কাটবে। হাল্কা থেকে মাঝারি বৃষ্টি সঙ্গে অদ্রতাজনিত অস্বস্তি। 

তবে উত্তরবঙ্গের পরিস্থিতি আলাদা। বিশেষ করে ওপরের দিকের কয়েকটা জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে নীচের দিকে জেলাগুলোতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি সঙ্গে বজ্রপাতের সতর্কতা। তবে অদ্রতাজনিত অস্বস্তি রাজ্যবাসীকে ভোগাবে। 

Comments are closed.