বৃহস্পতিবার থেকেই রাজ্যের কয়েকটি জেলায় বৃষ্টি হতে পারে। যার জেরে তীব্র গরম থেকে রেহাই মিলবে। এমনটাই খবর হাওয়া অফিসের তরফে। জানা গিয়েছে, এদিন দক্ষিণবঙ্গের চার জেলায় বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে শনিবার কলকাতা সহ রাজ্যের আটটি জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। যদিও বৃহস্পতি এবং শুক্রবার রাজ্যের তিন জেলায় তাপ প্রবাহের সতর্কতা জারি থাকবে।
হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। যার জেরে দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও কিছুটা স্বস্তি ফিরবে। পাশাপাশি শুক্রবার থেকে কলকাতা সহ আট জেলায় বৃষ্টি হতে পারে। বৃষ্টির পূর্বাভাস রয়েছে, কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, নদিয়ায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। রবিবারও দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনায় বৃষ্টি হতে পারে বলে খবর।
বৃহস্পতিবার শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে মোকা। রাজ্যে মোকার আছড়ে পড়ার কোনও সম্ভবনা নেই বলেই আবহাওয়া দফতর প্রাথমিকভাবে জানিয়েছে। বাংলাদেশ-মায়ানমারের দিকে ঘুরে যাবে বলেই মনে করা হচ্ছে। তবে মোকা’র জেরে পশ্চিম থেকে বাংলায় প্রচুর শুষ্ক হাওয়া ঢুকছে। যে কারণেই এই অস্বস্তিকর তাপমাত্রা। পশ্চিমের তিন জেলা, পুরুলিয়া, পশ্চিম মেদনীপুর এবং বীরভূমে তাপপ্রবাহের সতর্কতা জারি রয়েছে।
Comments are closed.