শুক্রবারও জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস, তালিকায় কি কলকাতাও? কী জানাচ্ছে হাওয়া অফিস 

শুক্রবারও রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। বৃষ্টির পাশাপাশি কয়েকটি জেলায় ঝড়ো হাওয়া এবং শিলাবৃষ্টিরও সম্ভবনা রয়েছে। সেই সঙ্গে বুধবারও কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভবনা থাকছে।  

হাওয়া অফিস জানিয়েছে, উপকূলের জেলাগুলোতে বৃষ্টির সম্ভবনা বেশি। মূলত দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা, বৃষ্টির সম্ভবনা সবথেকে বেশি। এছাড়াও বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় শিলা বৃষ্টির সম্ভবনা থাকছে। হাওয়া অফিসের তরফে আরও জানানো হয়েছে, এই ক’দিন কলকাতা ও সংলগ্ন জেলাগুলোতেও আংশিক মেঘলা থাকবে। যা থেকে শুক্রবার বিকেলের দিকে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে।  

দক্ষিণবঙ্গের পাশাপাশি আবহাওয়া দফতর উত্তরবঙ্গের কয়েকটি জেলাতেও ঝড়-বৃষ্টির পূর্বাভাস জারি করেছে।  উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পঙ, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায় বৃষ্টির সম্ভবনা থাকছে। এছাড়াও মালদহ, দুই দিনাজপুরেও হালকা বৃষ্টি হতে পারে বলে হাওয়া অফিস জানিয়েছে। প্রসঙ্গত, বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.১ ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের চেয়ে যা ৩ ডিগ্রি সেলসিয়াস বেশি। মঙ্গলবার শহরের সর্বচ্চ তাপমাত্রা ছিল ৩৮.২ ডিগ্রি সেলসিয়াস।   

Comments are closed.