ফেব্রুয়ারিতেই আবহাওয়ার ইউ টার্ন, তাপমাত্রা ছাড়াতে পারে ৩০ ডিগ্রি; আশঙ্কার খবর দিল হাওয়া অফিস 

পূর্বাভাস মতো রাজ্য থেকে কার্যত শীত বিদায় নিয়েছে। দিন তো বটেই রাতের দিকেও একধাক্কায় তাপমাত্রা বেড়েছে কয়েক ডিগ্রি সেলসিয়াস। দিনের তাপমাত্রা ২৮ থেকে ২৯ ডিগ্রি সেলসিয়াস হয়েছে। সেখানে রাতের তাপমাত্রা থাকছে ১৬ থেকে ১৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। এর মধ্যেই, আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ফেব্রুয়ারি মাসেই দিনের তাপমাত্রা ৩০ ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে। 

হাওয়া অফিসের খবর অনুযায়ী, আগামী সপ্তাহে মঙ্গলবারের মধ্যেই কলকাতা সহ আশপাশের জেলার তাপমাত্রা একধাক্কায় চার থেকে পাঁচ ডিগ্রি বেড়ে যাবে। ১৯ ফেব্রুয়ারি থেকে কলকাতার তাপমাত্রা প্রায় ৩০ ডিগ্রি ছাড়িয়ে যাবে। সেক্ষত্রে ফেব্রুয়ারি মাস শেষ হওয়ার আগেই শীতের আমেজ শেষ হবে। 

এবারে শীত বেশ কিছুটা খামখেয়ালি মেজাজে ছিল। তবে আবহাওয়া দফতর যে পূর্বাভাস দিয়েছে, তাতে করে রাজ্য তীব্র গরম পুড়তে চলেছে বলেই আশঙ্কা করা হচ্ছে। অন্যদিকে আবহাওয়ার এই ব্যাপক রদবদলে জ্বর, সর্দি কাশির প্রকোপও বাড়ছে। ফলে এই সময়টা সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।  

Comments are closed.