ফিরেত চলছে অস্বস্তি। আপাতত শহরে বৃষ্টির সম্ভবনা নেই। তারপরে আগামী ৭২ ঘন্টায় তাপমাত্রা কিছুটা ঊর্ধ্বমুখী হবে। হাওয়া অফিস সূত্রে এমনটাই খবর। তবে কলকাতায় বৃষ্টির সম্ভবনা না থাকলেও দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানা গিয়েছে।
বুধবার কলকাতায় দিনের সর্বচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৯ ডিগ্রি। রাতের দিকে তাপমাত্রা ছিল, ২৭.৩ ডিগ্রি। বৃস্পতিবার থেকে তাপমাত্রা বাড়তে চলেছে বলে খবর। এদিকে মালদা ও দুই দিনাজপুরে বিকেলের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভবনা রয়েছে। বৃষ্টি হলেও তাপমাত্রা কমার কোনও সম্ভবনা নেই বলেই খবর। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৯০% থাকবে। যার ফলে সারাদিন ধরেই একটি অস্বস্তি বজায় থাকবে। তবে আশার খবর, শনিবারের পর থেকে বৃষ্টির প্রবণতা বাড়তে পারে। সেই সঙ্গে বিকেলের দিক থেকে ঝোড়ো হাওয়াও বইতে পারে।
কয়েকদিন ধরেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রায় রোজই বিক্ষিপ্তভাবে বৃষ্টি হয়েছে। ধারাবাহিক বৃষ্টিপাতের জেরে তীব্র গরমের হাত থেকে কিছুটা রেহাই পেয়েছে দক্ষিণবঙ্গবাসী। এই পরিস্থিতি বৃষ্টির পরিমাণ কমায় ফের অস্বস্তি বাড়বে, এমনটাই অনুমান করা হচ্ছে।
Comments are closed.