মরসুমে প্রথম, শুক্রবার শহরের তাপমাত্রার পারদ নামল ২০ ডিগ্রি সেলসিয়াসের নীচে। কুয়াশামোড়া সকাল সন্ধেয় গায়ে লাগছে দখিনা বাতাস। শুকনো বাতাসে শিরশিরে কামড়। বাংলায় কি শীত এল?
শুক্রবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি কম। তবে হাওয়া অফিস জানাচ্ছে শীত আসতে এখনও দেরি আছে। প্রাকৃতিক কারণে দক্ষিণ-পশ্চিম থেকে কনকনে ঠান্ডা বাতাস হু-হু করে ছুটে আসছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ লক্ষ্য করে, মাঝে কোনও বাঁধা না থাকায় তা সরাসরি পৌঁছতে পারছে বাংলায়। তাই হিমাচলের তুষার ধোয়া বাতাসে নভেম্বরের শুরুতেই শীতের আমেজ কলকাতায়।
আগামী কয়েকদিন সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রির আশেপাশে থাকবে। বজায় থাকবে শীত শীত ভাব। আগামী মঙ্গলবার নাগাদ বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে বাতাসে জলীয় বাস্পের পরিমাণ বৃদ্ধি পেতে পারে। উধাও হতে পারে শীত। জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।
মঙ্গলবার থেকে ফের আকাশ ঢাকতে পারে কালো মেঘে
Comments are closed.