কলকাতার সর্বচ্চ তাপমাত্রা ছুঁতে পারে ৩০ ডিগ্রি, ডিসেম্বরেও দেখা নেই শীতের 

খলনায়ক ঘূর্ণাবর্ত। আর যে কারণেই কলকাতা সহ দক্ষিণবঙ্গে তাপমাত্রা নামার নাম নেই। উল্টে বেলা বাড়লেই গরম লাগতে শুরু করছে। আবহাওয়া দফতরের  তরফে জানানো হয়েছে, মধ্য বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে, যার জেরেই উত্তুরে হাওয়া বাধা পাচ্ছে। আরও কয়েকদিন পরিস্থিতি এমন থাকবে বলে খবর। 

হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.৬ ডিগ্রি সেলসিয়াস। যা বুধবারের থেকে কিছুটা কমলেও শীতের আমেজ নেই। তবে এদিন কলকাতার তাপমাত্রা সর্বচ্চ ৩০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকছি থাকার কথা। যদিও শীত প্রেমীদের জন্য আশার খবর দিয়েছে আবহাওয়া দফতর। জানা গিয়েছে, বৃহস্পতিবার থেকেই তাপমাত্রা ধীরে ধীরে কমতে শুরু করবে। এবং ডিসেম্বরের মাঝামাঝি জাঁকিয়ে শীত পড়তে পারে। 

নভেম্বরের শুরু থেকেই শীতের আমেজ টের পাচ্ছিল রাজ্যবাসী। জেলার দিকে তো কোথাও কোথাও তাপমাত্রা প্রায় ১০ ডিগ্রির নীচে নেমে গিয়েছিল। আবহাওয়াবিদদের অনেকেই জানিয়েছিলেন, এ বছর কার্যত রেকর্ড শীত পড়তে পারে। তবে নভেম্বরের শেষের দিকেই পরিস্থিতির ব্যাপক পরিবর্তন হয়। সব মিলিয়ে  দক্ষিণবঙ্গবাসী এখন জাঁকিয়ে অপেক্ষায়। 

 

  

Comments are closed.