শনিবার সকাল থেকেই কলকাতা সহ বিভিন্ন জেলায় শুরু হয়েছে বৃষ্টি। বৃষ্টির জেরে উত্তরবঙ্গের তিনটি জেলায় জারি হয়েছে কমলা সতর্কতা। হলুদ সর্তকতা জারি হয়েছে জলপাইগুড়ি, কোচবিহার, মালদা, দুই দিনাজপুর, মুর্শিদাবাদ, নদিয়া, দুই ২৪ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও বীরভূমে।
আজও মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
হাওয়া অফিস সূত্রের খবর, উত্তরপ্রদেশ ও বিহারের ওপর তৈরি হয়েছে নিম্নচাপ। পাশাপাশি পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের ওপর রয়েছে ঘূর্ণাবর্ত। এই দুই প্রভাবেই চলছে বৃষ্টি। আগামীকাল অর্থাৎ রবিবার পর্যন্ত রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
আষাঢ় মাসের প্রথম দিন অর্থাৎ জামাইষষ্ঠীর দিন থেকে শুরু হয়েছিল বৃষ্টি। যার কোনও বিরাম নেই। কখনও ঝিরিঝিরি, আবার কখনও ভারী বৃষ্টিপাত হয়েই যাচ্ছে।
বাংলা ছাড়াও নিম্নচাপের প্রভাবে বিহার ও ঝাড়খন্ডে প্রবল বৃষ্টির সম্ভাবনা আছে।
Comments are closed.