গরমে ঘেমে-নেয়ে নববর্ষে পা দিয়েছে বাঙালি। তীব্র গরমে কার্যত নাজেহাল অবস্থা দক্ষিণবঙ্গবাসীর। এই পরিস্থিতিতে একটাই প্রশ্ন, বৃষ্টি কবে হবে? আর নববর্ষের দিনই বৃষ্টির খবর নিয়ে আসল হওয়া অফিস। তবে আফসোসের কথা, দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে এক্ষুণি বৃষ্টি হচ্ছে না। মাত্র কয়েকটি জেলাতেই বৃষ্টির সম্ভবনা রয়েছে।
শুক্রবার আলিপুর আবহাওয়া দফতর থেকে জানানো হয়েছে, আগামী ২৪ ঘন্টার মধ্যেই বেশ কয়েকটি জেলায় ঝড়বৃষ্টি হতে পারে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, নদীয়া ও মুর্শিদাবাদ, মূলত এই চার জেলাতেই আগামী ২৪ ঘন্টার মধ্যে বৃষ্টির সম্ভবনা রয়েছে। কলকাতা বা সংলগ্ন জেলাগুলির জন্য দুঃখের খবর, যে আগামী ৫ দিনে বৃষ্টির সম্ভবনা নেই সেভাবে, উপরন্ত তাপমাত্রার বিশেষ হেরফের হচ্ছে না।
হওয়া অফিসের তরফে আরও জানানো হয়েছে, আগামী ২৪ ঘন্টায় পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান জেলায় তীব্র তাপপ্রবাহের সম্ভবনা রয়েছে। স্বাভাবিকভাবেই এই জেলাগুলোর বাসিন্দাদের আরও ভোগান্তি বাড়বে। এদিকে উত্তরবঙ্গে পাঁচটি জেলায় বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টির কথা জানানো হয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পঙ, কোচবিহারের, দুই দিনাজপুর ও মালদহে বৃষ্টি হতে পারে বলে খবর।
Comments are closed.