বর্ষা এলেও দক্ষিণবঙ্গে সেই অর্থে বৃষ্টির দেখা নেই। মাঝে মাঝে দু-এক পশলা বৃষ্টি হলেও ভারী বৃষ্টিপাতের সম্ভবনা কার্যত নেই। বুধবার সকালেও কলকাতা ও পার্শ্ববর্তী জেলায় এক পশলা বৃষ্টি হয়েছে। যদিও তাতে করে আদ্রতাজনিত অস্বস্তি কাটেনি। এর মধ্যেই কিছুটা স্বস্তির খবর দিলে হওয়া অফিস। আর কিছুক্ষনের মধ্যেই দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ঝড়-বৃষ্টির সম্ভবনা রয়েছে। যদিও তার সঙ্গে বজ্রপাতের সতর্কতাও জারি করা হয়েছে।
হওয়া অফিসের তরফে জানানো হয়েছে, বুধবার সন্ধ্যা নাগাদ বাঁকুড়া, ঝাড়গ্রাম জেলায় মাঝারি বৃষ্টি সঙ্গে ঝড়ের পূর্বাভাস রয়েছে। সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ-এর সতর্কতাও জারি হয়েছে। যার ফলে ঝড় বৃষ্টি চলাকালীন জেলার বাসিন্দাদের বাড়িতে থাকারই পরামর্শ দেওয়া হয়েছে। পশ্চিম বির্ধমান জেলার কিছু অংশেও আবহাওয়ার একই অবস্থা থাকতে পারে বলে জানা গিয়েছে।
বুধবার সকালে কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলোতে কিছুটা রোদ উঠলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই আকাশ মেঘাচ্ছন্ন। যদিও গুমোট ভাব থাকায় অস্বস্তি থাকছেই। আগামী কয়েকদিন একই রকম আবহাওয়া থাকবে বলে খবর। এদিকে উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গের তুলনায় বেশি বৃষ্টিপাতের সম্ভবনা থাকছেই। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে অপেক্ষাকৃত বেশি বৃষ্টি হবে বলে হওয়া অফিস পূর্বাভাস দিয়েছে।
Comments are closed.