কালীপুজোর দিন ভারতীয় সময় ঠিক রাত ৯ টা ১১ নাগাদ বাংলাদেশের বরিশালের কাছে আছড়ে পড়েছিল সিত্রাং। বাংলাদেশেই কার্যত তাণ্ডব চালিয়েছে সুপার সাইক্লোন। সেই অর্থে ভারতে বিশেষ করে পশ্চিমবঙ্গে ঘূর্ণিঝড়ের কোনও প্রভাব পড়েনি। মঙ্গলবার সকাল থেকেই রোদ ঝলমলে আকাশ। আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আপাতত দক্ষিণবঙ্গে আর কোনও দুর্যোগের আশঙ্কা নেই।
ঘূর্ণিঝড়ের কোনও প্রভাব না পড়লেও কালীপুজোর দিন কার্যত সারা সন্ধ্যেটাই ঝিরঝিরে বৃষ্টি হয়েছে। যার ফলে ঠাকুর দেখার আনন্দ অনেকটাই মাটি হয়েছে। হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, মঙ্গলবার উত্তরবঙ্গের কিছু জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির আশঙ্কা থাকলেও দক্ষিণবঙ্গে প্রায় তা নেই। ফলে এদিন মানুষ নির্বিঘ্নে ঠাকুর দেখতে বেরোতে পারবেন।
তবে আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছিল, সোমবার দক্ষিণবঙ্গের ৭ টি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনায় কমলা সতর্কতাও জারি হয়েছিল। কিন্তু ঘূর্ণিঝড়ের অভিমুখ দ্রুত ঘুরে যাওয়ায় সেই দুর্যোগ কাটানো গিয়েছে। সব মিলিয়ে কালীপুজো এবং ভাইফোঁটা বাঙালি নির্বিঘ্নে কাটাতে পারবে বলেই হওয়া অফিস জানিয়েছে।
Comments are closed.