পারদের ওঠানামা লেগেই রয়েছে, আমেজ থাকলেও নতুন বছরেও দেখা নেই শীতের  

শুরু নতুন বছর। জানুয়ারির শুরুতেও দেখা নেই চেনা শীতের। যদিও গত কয়েকদিনের তুলনায় পরিস্থিতি কিছুটা ভালো। নতুন বছরে শীতের আমেজ ফিরেছে। তবে এই সময় যতটা ঠান্ডা পড়ার কথা, পরিস্থিতি তেমনটা নয়। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৩ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিক তাপমাত্রার তুলনায় যা তিন ডিগ্রি বেশি। রবিবারও একই পরিস্থিতি ছিল। 

বছরের প্রথম দিনে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল, ১৭.৫ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি বেশি ছিল। জেলাগুলোতেও একই পরিস্থিতি। পারদ ঊর্ধ্বমুখী। আবহাওয়া দফতর জানিয়েছে, সোমবারও কলকাতার আকাশ হালকা মেঘাচ্ছন্ন থাকবে। যার ফলে আগামী কয়েক দিনেও শীত ধাক্কা খাবে। হাওয়া অফিস জানিয়েছে, উত্তুরে হাওয়া পর্যাপ্ত ঢুকছে না, যে কারণে কনকনে শীত ধাক্কা খাচ্ছে। পাশাপাশি বঙ্গোপসাগরেও একটি উচ্চচাপ বলয় তৈরি হয়েছে। যার ফলে, চেনা ছন্দে নেই শীত। 

এদিকে পাহাড়েও একই পরিস্থিতি। তাপমাত্রা কমলেও তা স্বাভাবিক নয়। বছরের প্রথম দিন দার্জিলিঙে জাঁকিয়ে শীত পড়েছিল। দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ০.৮ ডিগ্রি। এখনও পর্যন্ত দার্জিলিংয়ের শীতলতম দিন। যদিও তাপমাত্রা শূন্যের নীচে নামলেও বরফের দেখা মেলেনি। 

Comments are closed.