ফের বৃষ্টির সম্ভাবনা রাজ্যে। উত্তরবঙ্গের পাশপাশি দক্ষিণবঙ্গেরও সবকটি জেলাতে একটানা বৃষ্টি হওয়ার কথা। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। ঝড়ো হওয়ার সঙ্গে সঙ্গে বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার কথা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। সেই সঙ্গে উত্তরবঙ্গের কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বলে খবর।
ঘূর্ণি ঝড় অশনির প্রভাবে কিছুটা স্বস্তির মুখ দেখেছে দক্ষিণবঙ্গবাসী। সেই সঙ্গে এবারে সময়ের কিছুটা আগে বর্ষা আসার সম্ভবনা রয়েছে বলে হওয়া অফিস জানিয়েছে। মূলত ঘূর্ণি ঝড়ের প্রভাবেই এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানা গিয়েছে। এদিকে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পিঙ, কোচবিহার, জলপাইগুড়িতে এদিনও ভারী বৃষ্টির সম্ভবনা রয়েছে।
অন্যদিকে আজ কলকাতা ও পার্শবর্তী অঞ্চলে সর্বাধিক তাপমাত্রা ছিল ৩৪.২ ডিগ্রি, স্বাভাবিকের চেয়ে যা ১ ডিগ্রি কম এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৭ ডিগ্রি। স্বাভাবিকের চেয়ে যা ১ ডিগ্রি বেশি।
Comments are closed.