এবার ‘দুয়ারে বিয়ে’ আনতে চলেছে রাজ্য সরকার। মাত্র ৫০০ টাকা খরচ করেই বিয়ে করতে পারবেন যুগলরা। আর এই পরিষেবা পাওয়া যাবে দুয়ারেই। প্রতিটি জেলায় ৪ থেকে ৫ টি থানা এলাকার জন্য একটি করে সাব রেজিস্ট্রি অফিস রয়েছে। এই অফিসগুলিতে জমি ও বাড়ির রেজিস্ট্রি হত এতদিন। এবার থেকে এই অফিসগুলিতেই হবে বিয়ের রেজিস্ট্রি। এরফলে বাড়ির সামনেই বিয়ে সারতে পারবেন যুগলরা। কাউকে বিয়ের জন্য দূরে জেলা সদরে যেতে হবে না।
এই বিষয়ে ডিরেক্টরেট অফ রেজিস্ট্রেশন এবং স্ট্যাপ রেভিনিউ-এর এক আধিকারিক জানিয়েছেন, যদি কেউ চান সাব রেজিস্ট্রার বাড়িতে গিয়ে বিবাহ আসরে গিয়ে রেজিস্ট্রি করাবেন, সেইক্ষেত্রে ওই যুগলের খরচ হবে ৫০০ টাকার থেকে আরও ৪০০ টাকা বেশি। দারিদ্রসীমার নীচে থাকা যুগলদের জন্য খরচ হবে আরও একটু কম। রেজিস্ট্রি বিবাহের খরচের টাকা জমা পড়বে রাজ্য সরকারের কোষাগারে। জেলার রেজিস্ট্রি অফিস ও সাব রেজিস্ট্রি অফিসের মাধ্যমে বিয়ের খরচ করতে দিতে হবে ৫০০ টাকা। এই ৫০০ টাকার মধ্যে ১০০ টাকা নোটিশ খরচ আর বাকি ৪০০ টাকা রেজিস্ট্রেশন খরচ হবে।
উল্লেখ্য, অন্য বছরের তুলনায় এই বছর রাজ্যে রেজিস্ট্রি বিয়ের খরচ অনেক বেড়েছে। নতুন বছরে জানুয়ারি থেকে এখনও পর্যন্ত রাজ্যে রেজিস্ট্রি বিয়ে হয়েছে মোট ২০ হাজার ৫৬১ টি। সব জেলাগুলির মধ্যে উত্তর ২৪ পরগনায় সবথেকে বেশি সংখ্যায় বিয়ে হয়েছে। এরপর রয়েছে দক্ষিণ ২৪ পরগনা জেলা। তৃতীয় স্থানে রয়েছে কলকাতার নাম। এরপর রয়েছে হুগলি, হাওড়া, পূর্ব মেদিনীপুর, নদিয়া, কোচবিহার, মালদা, পূর্ব বর্ধমান ও মুর্শিদাবাদের নাম। গোটা রাজ্যে প্রায় ২৫৯ টি সাব রেজিস্ট্রি অফিস রয়েছে। ইতিমধ্যে ১১০ টি অফিসে চালু হয়েছে এই সুবিধা। এই মাসের মধ্যেই বাকি অফিসগুলিতে চালু হবে এই সুবিধা।
Comments are closed.