দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টি , আদ্রতাজনিত অস্বস্তি কাটবে কি? কী জানাচ্ছে হাওয়া অফিস? 

খাতায় কলমে বর্ষা শুরু হয়েছে দক্ষিণবঙ্গে। মাঝে কয়েক দিন ধারাবাহিকভাবে বৃষ্টির দেখাও মিলেছে। তবে এখন যেন বর্ষা বেশ খানিকটা ফিকে। ভারী বৃষ্টির তো দেখা নেই। তার ওপরে অদ্রতাজনিত অস্বস্তি। ঘেমে নেয়ে একাকার দক্ষিণবঙ্গের বাসিন্দারা। এই অবস্থায় সকলের মনে একটাই প্রশ্ন, এই অবস্থার পরিবর্তন কবে? 

আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গের কোথাও ভারী বৃষ্টির সম্ভবনা নেই। উল্টে বৃষ্টির পরিমাণ কমবে। তবে দক্ষিণবঙ্গের প্রায় প্রতিটি জেলাতেই বিক্ষিপ্তভাগে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হবে। পঞ্চায়েত ভোটের দিনও কার্যত প্রতিটি জেলাই ভিজবে। তবে এই বিক্ষিপ্তভাবে বৃষ্টির অদ্রতাজনিত অস্বস্তি আদৌ কমবে কিনা, তা নিয়ে হাওয়া অফিস নিশ্চিত কোনও খবর দিতে পারেনি। 

এদিকে উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস জারি রয়েছে। বিশেষ করে ওপরের দিকে পাঁচ জেলায় ভারী বৃষ্টি হবে বলে সতর্ক করেছে আলিপুর আবহাওয়া দফতর। তবে মালদা, মুর্শিদাবাদের মতো জেলাগুলোতে বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে বলে খবর। 

Comments are closed.