জগদীপ ধনখড়ের পর পশ্চিমবঙ্গের নতুন স্থায়ী রাজ্যপাল হচ্ছেন সিভি আনন্দ বোস। বৃহস্পতিবার রাষ্ট্রপতি ভবন থেকে তাঁর নাম ঘোষণা করা হয়। একটি বিবৃতি জারি করে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গের স্থায়ী রাজ্যপাল হিসেবে সিভি আনন্দ বোসকে নিয়োগ করা হচ্ছে। উনি যে দিন থেকে দায়িত্ব নেবেন সেদিন থেকেই নির্দেশ কার্যকর হবে।
জগদীপ ধনখড়ের পর রাজ্যের অস্থায়ী রাজ্যপাল হিসেবে দায়িত্ব সামলেছেন লা গনেশন। তবে তাঁর ভূমিকা নিয়ে একাধিকবার প্রকাশ্যে অসন্তোষ প্রকাশ করেছিল রাজ্য বিজেপি। রাজ্যের মন্ত্রী অখিল গিরির রাষ্ট্রপতিকে নিয়ে বিতর্কিত মন্তব্য জেরে তাঁর বিরুদ্ধে রাজ্যপালের দ্বারস্থ হয়েছিল শুভেন্দু অধিকারী সহ অন্যান্য বিজেপি বিধায়কেরা। বিজেপির অভিযোগ, রাজ্যপাল তাদের সঙ্গে দেখা করেনি। এমনকী অন্যান্য অনেক ক্ষেত্রেই রাজ্যপাল উপযুক্ত পদক্ষেপ নেয়নি বলে অভিযোগে সরব হয়েছে মুরলিধর সেন স্ট্রিট। এই আবহে নতুন রাজ্যপাল নিয়োগ নিয়ে কার্যত খুশি রাজ্য বিজেপি। এদিকে নতুন রাজ্যপালের নিয়োগ নিয়ে সরব হয়েছে তৃণমূল। ঘাসফুল শিবিরের অভিযোগ, রাজ্যের সঙ্গে আলোচনা না করেই রাজ্যপাল নিয়োগ করেছে কেন্দ্র।
Comments are closed.