হোয়াটসঅ্যাপের লাস্ট সিন অপশনটা বন্ধ করে রাখলে আপনি কখন শেষ অনলাইন হয়েছেন, তা দেখা যেত না। কিন্তু অনলাইন থাকলে সেটা দেখা যেত। তবে এবার আপনি অন থাকলেও কেউ দেখতে পাবে না। শুধু তাই নয়, আপনি অন রয়েছেন কিনা, তা যাঁদের দেখাতে চাইবেন শুধু তাঁদেরকেই দেখাতে পারবেন। এমনই আকর্ষণীয় ফিচার আনছে Whatsapp.
হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, ম্যাসেজিং অ্যাপের এই জনপ্রিয় ফিচারটি এখনও পরীক্ষার পর্যায়ের রয়েছে। তবে খুব শীঘ্রই তা ব্যহারকারীদের জন্য শুরু করা হবে জানানো হয়েছে। অর্থাৎ এবার থেকে WhatsApp. ব্যবহার করার সময় অন রয়েছেন কিনা তা কে দেখবে আর কে দেখবে না তা আপনি নিজেই ঠিক করতে পারবেন। যার ফলে আগের থেকে আরও ভালো ভাবে নিজেদের আড়ালে রাখতে পারবেন ব্যবহারকারীরা।
উল্লেখ্য, কয়েকদিন আগেই Whatsapp ব্যবহার নিয়ে একাধিক নিয়মে বদল আনা হয়েছে। যেখানে সংস্থার তরফে জানানো হয়েছে উল্লেখিত নিয়ম মানলে account ও ব্লক হতে পারে। এমনকী উস্কানি মূলক খবর, ভুয়ো ছবি ভিডিও ছড়ানোর অপরাধে জেল হতে পারে ব্যবহারকারীদেরও।
Comments are closed.