বর্তমান সময় কার্যত দৈনন্দিন জীবনের অঙ্গ হয়ে উঠেছে WhatsApp। ব্যক্তিগত জীবন তো বটেই, পেশাগত জীবনেও WhatsApp ছাড়া কার্যত এক মুহূর্তও চলা অসম্ভব। সময়ের সঙ্গে সঙ্গে মেটার এই জনপ্রিয় অ্যাপও একাধিক পরিবর্তন এনেছে। দিন দিন আরও আকর্ষণীয় হয়ে উঠছে ম্যাসেজিং অ্যাপটি। এবার তাতেই আরও একটি আকর্ষণীয় ফিচার যোগ করল হোয়াটস্যাপ। এবার থেকে স্ট্যাটাসেও ভয়েস নোট দেওয়া যাবে। এমনটাই জানা গিয়েছে।
এতদিন ছবি, ভিডিও, কোনও লেখা WhatsApp স্ট্যাটাসে দেওয়া যেত। এবার সেখানে ভয়েস নোটও দেওয়া যাবে। কোনও গান, অডিও ক্লিপ কিংবা ব্যবহারকারী নিজের কোনও বক্তব্যও ভয়েস নোটের মাধ্যমে স্ট্যাটাসে দিতে পারবেন। যদিও পুরো অডিও কিল্পটিই ৩০ সেকেন্ডের মধ্যে হতে হবে। ইতিমধ্যেই IOS 23.5.77 ভার্সনের ফোনগুলোতে WhatsApp স্ট্যাটাসে ভয়েস নোট দেওয়া যাবে। এন্ড্রয়েড ভার্সনের জন্যও খুব দ্রুত এই পরিষেবা চালু হবে বলে মেটার তরফে জানানো হয়েছে।
Comments are closed.