পুরনো মডেলের বহু স্মার্টফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ পরিষেবা

পুরনো মডেলের বহু অ্যান্ড্রয়েড থেকে আইফোন স্মার্টফোনে বন্ধ হয়ে যাচ্ছে হোয়াটসঅ্যাপ পরিষেবা।
রবিবারই কার্যকর হচ্ছে বিষয়টি। মে মাস থেকে এই পরিষেবা বন্ধের কথা জানিয়েছিল ‘মেটা’ বা তার অধীন সংস্থা হোয়াটসঅ্যাপ। যদিও ভারতের জন্য সেই সিদ্ধান্ত কিছুটা পিছিয়ে জুন মাসে কার্যকর করা হল।
মেটার বক্তব্য ব্যবহারকারীর সুরক্ষা এবং গোপনীয়তা নিশ্চিত করার জন্যই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
পুরনো মডেলের স্মার্টফোনে পরিষেবা বন্ধের আরও একটি দিক রয়েছে। হোয়াটসঅ্যাপের নানা ফিচার এখন গ্রাহক পরিষেবার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। চ্যানেল, বিজনেস অ্যাকাউন্ট, কমিউনিটিজ প্রভৃতি। এগুলি থেকে সংস্থার বেশ লাভ হয়। সেই পরিষেবাগুলির সুবিধা নেওয়ার জন্যও আধুনিকতম স্মার্টফোন থাকা প্রয়োজন। তাই বাতিল করা হচ্ছে পুরনো অপারেটিং সিস্টেম, অ্যাপ্লিকেশন সফটওয়্যার এবং সর্বোপরি পুরনো ফোনগুলিকে।

Comments are closed.