ঘূর্ণিঝড় অশনি’র প্রভাবে কয়েকদিন স্বস্তি মিলেছে দক্ষিণবঙ্গের বাসিন্দাদের।মাঝের কয়েকটা দিন বাদ দিলে কার্যত হাঁসফাঁস করে কেটেছে দক্ষিণবঙ্গবাসীর।এই আবহে প্রখর গরম থেকে মুক্তি দিতে স্বস্তির খবর দিল হাওয়া অফিস।
অশনির প্রভাবে এ বছর কিছুদিন আগেই আন্দামান সাগরে পৌঁছবে দক্ষিন পশ্চিম মৌসুমী বায়ু।আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, পরিস্থিতি অনুকূল থাকায় আগামী ১৫ মে’র মধ্যে আন্দামান সাগরে পৌঁছবে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু। যার ফলে ২২ তারিখ নাগাদ আমাদের রাজ্যে বর্ষা ঢুকে যাওয়ার সম্ভবনা রয়েছে।হাওয়া অফিস সূত্রে আরও জানানো হয়েছে, শুক্রবারও দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টির সম্ভবনা রয়েছে। বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলায় বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টি চলবে।এদিন কলকাতার আকাশও মেঘাচ্ছন্ন থাকবে বলে জানানো হয়েছে। যদিও শনিবার থেকে আবহাওয়ার পরিবর্তন হবে বলে জানা গিয়েছে।
আলিপুর আবহাওয়া দফতর থেকে আরও জানানো হয়েছে, আগামী সোমবার পর্যন্ত উত্তরবঙ্গে বৃষ্টি চলবে।সেই সঙ্গে ঘন্টায় ৫০ কিমি গতিবেগে ঝড় হাওয়া বইতে পারে।পাশাপাশি দক্ষিণ পশ্চিম বাতাসের তীব্রতা থাকায় সমুদ্র উত্তাল থাকবে।রবিবার পর্যন্ত মৎসজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
Comments are closed.