গত দু’মাস গরমে হিমশিম খেয়েছে কার্যত গোটা দেশ। মে মাসে মাঝে মধ্যে বৃষ্টির সৌজন্যে কিছুটা স্বস্তি মিললেও গরমের দাপট আছেই। এই আবহে দেশে কবে বর্ষা ঢুকবে, তা নিয়ে পূর্বাভাস দিল মৌসম ভবন। শুক্রবার মৌসম ভবনের তরফে জানানো হয়েছে, এখনও যা অবস্থা তাতে করে সব ঠিক থাকলে আগামী ৪ জুন করলে বর্ষা প্রবেশ করবে।
দেশের মধ্যে করলেই সব থেকে আগে বর্ষা ঢোকে। সাধারণত ১ জুন কেরলে বর্ষা প্রবেশ করে। তবে মৌসম ভবন আগেই জানিয়েছিল, এবারে বর্ষা ঢুকতে কিছুটা দেরি হবে। সেই মতোই ৪ জুন নাগাদ বর্ষা প্রবেশের কথা।
এদিকে বর্ষার পথ চেয়ে বসে বাংলাও। গত কয়েকদিন ধরে রাজ্যের প্রতিটি জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হচ্ছে। শনিবার পর্যন্ত রাজ্যে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। যদিও বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হলেও গরমের অস্বস্তি রয়েছে। এই আবহে বর্ষা নিয়ে এখনও কোনও পূর্বাভাস দিতে পারেনি আলিপুর আবহাওয়া দফতর। রাজ্যে সাধারণত বর্ষা শুরুর আনুষ্ঠানিক সময় ১০ জুন। এখন দেখার কবে থেকে তা হচ্ছে।
Comments are closed.