নির্বিঘ্নেই কেটেছে পুজো। শুক্রবার রেড রোডে পুজোর কার্নিভ্যাল। এদিন সকাল থেকে মেঘলা আকাশ থাকলেও বৃষ্টির সম্ভাবনা তেমন নেই। তবে তাপমাত্রা কিছুটা কমবে বলে খবর।
পুজোর পর থেকেই রাতের দিকে, ভোরের দিকে কিছুটা শীত শীত মনে হচ্ছে। এই পরিস্থিতিতে রাজ্যবাসীর মনে একটাই প্রশ্ন, রাজ্যে শীত কবে থেকে? আপাতত শীতের আগমন নিয়ে আবহাওয়া দফতর নির্দিষ্ট করে কিছু জানায়নি। তবে আগামী তিন চার দিনের মধ্যে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলার তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি কমবে। বিশেষ করে পশ্চিমের জেলাগুলোতে শীতের আমেজ অনুভূত হবে। গরমের অস্বস্তি কার্যত থাকবেই না বলে হাওয়া অফিস জানিয়েছে।
এদিকে উত্তরবঙ্গেও আবহাওয়া শুষ্ক থাকবে বলেই জানানো হয়েছে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। সেই সঙ্গে আগামী কয়েকদিন উত্তরবঙ্গে তাপমাত্রার উল্লেখযোগ্য কোনও হেরফের হবে না।
Comments are closed.