দিল্লি সফরে গিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠকের পাশাপাশি এদিন নারদ মামলায় সিবিআইয়ের আইনজীবী তুষার মেহেতার সঙ্গেও দেখা করেন নন্দীগ্রামের বিধায়ক।
আর এই সাক্ষাৎ ঘিরেই এবার বিজেপিকে ট্যুইটে বিঁধলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ।বৃহস্পতিবার ৩.৪১ নাগাদ তিনি একটি ট্যুইট করেন। শুভেন্দু অধিকারীর নাম না করে কুণাল ট্যুইটে লেখেন, নারদ কেলেঙ্কারির এফ আই আরে নাম থাকা অভিযুক্ত ব্যক্তি সিবিআইয়ের আইনজীবী তুষার মেহেতার সঙ্গে বৈঠক করলেন কেন? গেরুয়া শিবিরকে তাঁর খোঁচা, বিজেপি মধ্যস্বতা করে বাঁচছে? শুভেন্দুর গ্রেফতারিরও দাবি জানিয়েছেন তিনি।
নারদ কেলেঙ্কারির এফ আই আরে নাম থাকা অভিযুক্ত ব্যক্তি সিবিআইর আইনজীবী (SG) তুষার মেহতার সঙ্গে বৈঠক করলেন কেন? বিজেপি মধ্যস্থতা করে বাঁচাচ্ছে? অবিলম্বে সেই অভিযুক্তের গ্রেপ্তার চাই।@MamataOfficial @BJP4India @abhishekaitc @AITCofficial
— Kunal Ghosh (@KunalGhoshAgain) July 1, 2021
১৭ মে নারদ মামলায় সুব্রত মুখার্জি, ববি হাকিম সহ রাজ্যের চার হেভিওয়েট নেতার গ্রেফতারির পরে তৃণমূল প্রশ্ন তুলেছিল, এই একই মামলায় শুভেন্দু অধিকারীর নাম থাকলেও তাঁকে কেন গ্রেফতার করা হয়নি। ঘাসফুল শিবিরের একাধিক নেতা দাবি করেছিলেন, গ্রেফতারি এড়াতেই ভোটের আগে শুভেন্দু বিজেপিতে যোগ দিয়েছেন।
আদালতে নারদ মামলায় সিবিআইয়ের পক্ষে সওয়াল করছেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। শুনানি চলাকালীন তৃণমূলের আইনজীবীও শুভেন্দুর গ্রেফতারি নিয়ে প্রশ্ন করেন। তুষার মেহতা জানান, নারদ স্ট্রিং অপারেশন যখন করা হয় শুভেন্দু অধিকারী লোকসভার সাংসদ ছিলেন। তাঁর গ্রেফতারির জন্য লোকসভার অধ্যক্ষের অনুমতির প্রয়োজন।
উল্লেখ্য সুব্রত মুখার্জিদের সঙ্গে শুভেন্দু অধিকারী গ্রেফতার না হওয়ায় বিষ্ময় প্রকাশ করেছিলেন ম্যাথু স্যমুয়েল, যিনি স্ট্রিং অপারেশনটি করছিলেন।
এখনও কলকাতা হাইকোর্টের বৃহত্তর বেঞ্চে নারদ মামলার শুনানি চলছে। এই সময়ে সিবিআইয়ের আইনজীবী তুষার মেহতার সঙ্গে রাজ্যের বিরোধী দলনেতার সাক্ষাৎ ঘিরে নানারকম জল্পনা দেখা দিয়েছে রাজনৈতিক মহলে।
Comments are closed.