উত্তরে হাওয়া বইছে। সারাদিন একটা শীত শীত ভাব। ভোরের থেকে অথবা রাতে পারদ পতন কিছুটা মালুমও হচ্ছে। যদিও জাঁকিয়ে শীতের অপেক্ষায় রয়েছে রাজ্যবাসী। এই পরিস্থিতিতে দক্ষিণবঙ্গে কবে ঠান্ডা পড়বে তা নিয়ে আগাম পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়ায় দফতর।
হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, দক্ষিণ বঙ্গোপসাগরে একটা ঘূর্ণাবর্ত রয়েছে। যে কারণে আগামী কয়েকদিন কিছুটা মেঘলা আকাশ থাকবে। তবে মেঘলা আকাশ থাকলেও বৃষ্টির কোনও সম্ভবনা নেই। জানা গিয়েছে, এই ঘূর্ণাবর্ত সরলেই তাপমাত্রা আরও নামবে। অর্থাৎ আগামী সপ্তাহেই জাঁকিয়ে শীত পড়তে পারে। তার আগে কয়েকদিন আবহাওয়ার বিশেষ পরিবর্তন হবে না বলেই জানা গিয়েছে।
এদিকে শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা শুক্রবারের থেকে কিছুটা বেড়েছে। শনিবার কলকাতার তাপমাত্রা ছিল, ১৮.৭ ডিগ্রি। যা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি কম। আগামী কয়েকদিন তাপমাত্রার বিশেষ পরিবর্তন হবে না বলেই জানা গিয়েছে। সব মিলিয়ে জাঁকিয়ে শীতের জন্য রাজ্যবাসীকে আরও কিছু দিন অপেক্ষা করতে হবে।
Comments are closed.