শেষবেলায় কিছুটা ঠান্ডার কামড় দিয়ে বিদায় নিতে চলেছে শীত
বিদায় নিতে চলেছে শীত। তবে বিদায়ের আগে শীতের শেষবেলাতে দক্ষিণবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নীচে নামল।
রবিবার দক্ষিণবঙ্গের শীতলতম স্থান পুরুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ৮.১ ডিগ্রি। দার্জিলিং (১.২ ডিগ্রি) ছাড়া রাজ্যের কোথাও তাপমাত্রা এতটা কম ছিল না এদিন। কলকাতাসহ দক্ষিণবঙ্গের সর্বত্রই সর্বনিম্ন তাপমাত্রা কমেছে। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা (১৫.১ ডিগ্রি) স্বাভাবিকের থেকে ১.৮ ডিগ্রি কম ছিল। তবে সর্বনিম্ন তাপমাত্রা আপাতত আর নিম্নগামী হবে না বলেই জানিয়েছেন আবহাওয়াবিদরা।
সোমবার সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেয়েছে। মঙ্গলবার থেকে তাপমাত্রা আরও বেশি বাড়বে। চলতি সপ্তাহে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৮-১৯ ডিগ্রির আশপাশে চলে আসবে। পশ্চিম হিমালয়ে ফের একটি পশ্চিমী ঝঞ্ঝা প্রভাব ফেলায় উত্তুরে হাওয়া কমজোরি হয়েছে। তার জন্য তাপমাত্রা বাড়বে। সাধারণত কলকাতায় সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রা স্থায়ীভাবে যথাক্রমে ৩০ এবং ২০ ডিগ্রির উপরে চলে এলে শীত এখান থেকে বিদায় নিয়েছে বলে ধরে নেওয়া হয়।
Comments are closed.