বাংলায় বাড়ল বিধিনিষেধের মেয়াদ। ১ জুলাই পর্যন্ত বহাল থাকবে কার্যত লকডাউন। কিন্তু বিধিনিষেধ অনেকটাই হালকা করা হয়েছে। সোমবার সাংবাদিক সম্মেলনে করেন মুখ্যমন্ত্ৰী মমতা ব্যানার্জি। এই সাংবাদিক সম্মেলন থেকে রাজ্যের মুখ্যসচিব হরেকৃষ্ণ দ্বিবেদী জানান, ১৬ জুন থেকে ২৫% কর্মচারী নিয়ে খুলে যাচ্ছে সরকারি অফিস। সকাল ১০ তা থেকে বিকেল ৪ টে পর্যন্ত খোলা থাকবে বেসরকারি অফিস।
বাজার হাট খোলা রাখার সময় ১ ঘণ্টা বাড়িয়ে দেওয়া হয়েছে। সকাল ৭ টা থেকে বেলা ১১ টা পর্যন্ত খোলা থাকবে বাজার হাট। বেলা ১১ টা থেকে সন্ধ্যে ৬ টা পর্যন্ত খোলা থাকবে অন্য দোকান। দুপুর ১২ টা থেকে রাত ৮ টা পর্যন্ত খোলা থাকবে রেস্তোরাঁ-বার খোলা থাকবে। ৫০% মানুষ সেখানে প্রবেশ করতে পারবেন। আগের মতন ব্যাংক খোলা থাকবে সকাল ১০ টা থেকে দুপুর ২ টো পর্যন্ত। এমনকি শপিংমল খুলে দেওয়া হবে বেলা ১১ টা থেকে সন্ধ্যে ৬ টা পর্যন্ত। তবে ৩০% ক্রেতা একসঙ্গে ঢুকতে পারবেন মলে।
তবে বন্ধই থাকছে লোকাল ট্রেন, বাস ও অটো পরিষেবা। জরুরী পরিষেবার ক্ষেত্রে শুধুমাত্র খোলা থাকবে অটো। খোলা থাকছে স্টাফ স্পেশাল ট্রেন। বন্ধ থাকবে স্পা, সেলুন, জিম, সিনেমা হল। আর ভ্যাকসিনের দুটো ডোজ নেওয়া থাকলে সে মর্নিং ওয়াকের জন্য পার্কে ঢুকতে পারবে। রাত ৯ টা থেকে ভোর ৫ টা পর্যন্ত জারি থাকছে নাইট কারফু।
Comments are closed.