রাজধানী দিল্লিতে ফের কোভিডের বিধিনিষেধ চালু হল। জনসমক্ষে ফের বাধ্যতামূলক করা হল মাস্ক। জানা গিয়েছে বিধি মানা না হলেই ৫০০ টাকা জরিমানা নেওয়া হবে বলেই জানান হয়েছে। তবে চার চাকার গাড়িতে মাস্ক না পড়লেও কোনও জরিমানা নেওয়া হবে না বলেই জানানো হয়েছে।
অন্যদিকে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা সংক্রমিত হয়েছেন ১৬ হাজার ২৯৯ জন। দেশে এখন অ্যাক্টিভ কেসের সংখ্যা ১ লক্ষ ২৫ হাজার ৭৬। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় কোভিড মুক্ত হয়েছেন ১৯ হাজার ৪৩১ জন। শুধুমাত্র রাজধানী দিল্লিতেই একদিনে করোনা সংক্রমিত হয়েছেন ২ হাজার ১৪৬ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৮ জনের। দিল্লির পাশাপাশি করোনার পজিটিভিটি রেট অনেকটা বেশি মুম্বইয়ে। বুধবার একদিনে মুম্বইতে সংক্রমণ বৃদ্ধি পেয়েছে ৮০ শতাংশ। দিল্লি ও মুম্বইতে সংক্রমণ বাড়লেও বাংলায় অনেকটা কমেছে সংক্রমণের হার।
Comments are closed.