২৪ ঘণ্টার মধ্যে ফের ভূমিকম্পে কেঁপে উঠল মেঘালয়ের একাংশ। সোমবার সকালে পশ্চিম খাসি পাহাড় সংলগ্ন এলাকায় সকালে ভূমিকম্প হয়। এর আগে রবিবারও বিকেলে ভূমিকম্প হয় মেঘালয়ে। ভূমিকম্পের তীব্রতা ছিল ৩.৫। তবে ভূমিকম্পে এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতি হয়নি বলেই জানা গিয়েছে।
এর আগে ১৬ এপ্রিল মণিপুরের বিষ্ণুপুর জেলায় ভূমিকম্প হয়েছিল। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৩.৬। গত সোমবার ভূমিকম্পে কেঁপে ওঠে অসম। বিকেলে ভূমিকম্প অনুভূত হয় অসমের গুয়াহাটিতে। ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৪.৭।
প্রসঙ্গত সোমবার সকালে ভূমিকম্পে কেঁপে উঠেছিল নিউজিল্যান্ড। ভারতীয় সময় সকাল ৬টা ১১ মিনিটে ভূমিকম্প হয় নিউজিল্যান্ডে। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৭.৩। ভূমিকম্পের জেরে জারি হয় সুনামির সতর্কতা। কিন্তু পরে সেই সতর্কতা তুলে নেওয়া হয়।
Comments are closed.