গঙ্গার নীচের টানেল প্রায় প্রস্তুত। সব ঠিক থাকলে চলতি বছরের ডিসেম্বর মাসেই হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড ছুটবে মেট্রো। এমনটাই আশার খবর দিয়েছে ইস্ট-ওয়েস্ট মেট্রো কর্তৃপক্ষ। জানা গিয়েছে, টানেলের কাজ প্রায় শেষ পর্যায়ে। একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখা হচ্ছে।
ইস্ট-ওয়েস্ট মেট্রোর সব থেকে গুরুত্বপূর্ণ অংশ ছিল এই গঙ্গার নীচের টানেল। সারা দেশের মধ্যে কলকাতাতেই প্রথম গঙ্গার নীচ দিয়ে মেট্রো ছুটবে। মেট্রোর ইঞ্জিনিয়ারা এর মধ্যে একটি চমকপ্রদ তথ্য দিয়েছে। মেট্রো কর্তৃপক্ষের দাবি, গঙ্গার নীচের এই ৫২০ মিটার পথ পেরোতে মাত্র ৪৫ সেকেন্ড সময় লাগবে। অর্থাৎ কার্যত ঝড়ের গতিতে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পৌঁছানো যাবে। যা এতদিন কার্যত কল্পনায় ছিল।
মেট্রোর তরফে আরও জানানো হয়েছে, বউ বাজারের জট নিয়ে দেশ বিদেশের প্রযুক্তিবিদদের সঙ্গে আলোচনা করা হচ্ছে। বর্তমানে ধসের কারণে বউ বাজারে ৮০০ মিটার কাজ থমকে আছে। ওই সমস্যা মিটলেই ২০২৪-এর মধ্যেই হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ মেট্রো পরিষেবা শুরু হয়ে যাবে।
Comments are closed.