কর্মসূত্রে জার্মানিতে থাকতেন সোদপুরের পুলক চক্রবর্তী। গত শুক্রবার থেকে পুলকের খোঁজ পাচ্ছেন না পরিবারের সদস্যরা। ১৪ এপ্রিল তাঁকে বার্লিনের এক রেস্তোরায় শেষবারের জন্য দেখা গিয়েছিল। এরপর থেকে আর কোনও খোঁজ নেই পুলকের। বিগত ৯ বছর ধরে জার্মানিতে রয়েছেন তিনি।
জানা গিয়েছে বার্লিনের একটি লেকের পাশে পুলকের জামাকাপড়, মোবাইল ও ফ্ল্যাটের চাবি পাওয়া গিয়েছিল। কিন্তু এখনও নিখোঁজ পুলক। পরিবারের তরফে জার্মানিতে ভারতীয় দূতাবাসকে একটি মেল পাঠানো হয়েছে। জানানো হয়েছে ব্যারাকপুর কমিশনারেটকেও। ব্যারাকপুর কমিশনারেটের এক পুলিশকর্তা জানিয়েছেন, আমরা সবরকম ভাবে সাহায্য করবো।
সোদপুরের ঘোলার বাসিন্দা পুলক চক্রবর্তী ছোটবেলা থেকেই পড়াশোনায় মনোযোগী ছিলেন। মিউনিখ বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করার পর অবশেষে একটি চাকরি পান সেই দেশেই। তথ্যপ্রযুক্তি সংস্থায় উচ্চপদে কর্মরত তিনি। কয়েকবছর আগে জার্মানির এক তরুণীকে বিয়ে করেন পুলক। কিন্তু ডিভোর্স হয়ে যায় তাঁর। এরপর থেকে একাই থাকতেন তিনি। সোদপুরের পুলকের বন্ধুরা তাঁর প্রাক্তন স্ত্রীর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলে তিনিও কোনও উত্তর দিতে পারেননি।
এই অবস্থায় চরম উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন পুলকের মা টুলটুল চক্রবর্তী ও বাবা প্রদীপ চক্রবর্তী। তাঁরা জানিয়েছেন, প্রতি শনিবার কথা হত ছেলের সঙ্গে। কিন্তু এখন ছেলের সঙ্গে কোনও যোগাযোগ করা যাচ্ছে না। পুলকের প্রাক্তন স্ত্রীর সঙ্গে যোগাযোগ করা হলেও তাঁর ভাষা বোঝা যাচ্ছে না বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।
Comments are closed.