বঙ্গভূষণ সম্মান পাচ্ছেন ক্রিকেটার ঋদ্ধিমান সাহা। ঋদ্ধিকে চিঠি দিয়ে বঙ্গভূষণ দেওয়ার কথা জানানো হয় রাজ্য সরকারের তরফে। পঁচিশে জুলাই নজরুল মঞ্চে ঋদ্ধিমান সাহার হাতে এই পুরস্কার তুলে দেওয়া হবে।
এই সম্মান পেয়ে গর্বিত ঋদ্ধিমান সাহা। তিনি জানিয়েছেন, আগেই নবান্ন থেকে জানানো হয়েছিল, তবে শুক্রবার চিঠি পেয়েছি। খুব ভালো লাগছে। আমাকে যোগ্য মনে করার জন্য রাজ্য সরকারকে অনেক ধন্যবাদ। এই বছরই ঋদ্ধি বাংলা ছেড়ে ত্রিপুরার হয়ে খেলবেন বলে জানিয়েছিলেন। অন্যদিকে এই বছরই তাঁকে ভারতীয় দল থেকে বাদ দেওয়া হয়। জাতীয় দলে আর খেলতে পারবেন না তিনি বলে জানিয়ে দেওয়া হয়েছিল। দীর্ঘদিন ভারতীয় দলের জার্সি গায়ে দাপিয়ে খেলেছেন ঋদ্ধি। ভারতের জার্সি গায়ে ৪০টি টেস্ট খেলেছেন তিনি। খেলেছেন নয়টি এক দিনের ম্যাচ। ভারতের হয়ে তিনটি শতরান রয়েছে তাঁর। বাংলার হয়ে দুরন্ত পারফরম্যান্সও করেছেন পাপালি।
এর আগে বাংলার ফুটবলের তিন দল ইস্টবেঙ্গল, মোহনবাগান ও মহামেডানকে বঙ্গবিভূষণ দেওয়া হচ্ছে বলে জানা গিয়েছিল। সোমবার নজরুল মঞ্চে প্রদান করা হবে রাজ্য সরকারের সর্বোচ্চ এই সম্মান। তিন প্রধানকে এভাবে সম্মান দেওয়ার ঘটনা বাংলার ইতিহাসে প্রথম।
Comments are closed.