ঘূর্ণিঝড় যশের বাংলায় আছড়ে পড়ার সম্ভাবনা সবচেয়ে বেশি জানাল আবহাওয়া দফতর
আমফানের মতো শক্তিশালী হবে না এই ঘূর্ণিঝড়
ঘূর্ণিঝড়ের আশঙ্কায় আবহাওয়া দফতর। বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া নিম্নচাপ ঘূর্ণিঝড়ের আকার নিয়ে আগামী ২৬ মে, বুধবার আছড়ে পড়তে পারে পশ্চিমবঙ্গের উপর। তবে আমফানের মতো শক্তিশালী হবে না এই ঘূর্ণিঝড় বলে হাওয়া অফিস জানিয়েছে।
২২ মে উত্তর আন্দামান সাগর ও পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে তৈরি হবে নিম্নচাপ। সোমবার সেই নিম্নচাপ শক্তিসঞ্চয় করে পরিণত হবে ঘূর্ণিঝড় যশে।
আবহাওয়া দফতর থেকে জানানো হয়েছে, ঘূর্ণিঝড়ের জেরে সোমবার সন্ধের পর থেকে ওড়িশা ও পশ্চিমবঙ্গ উপকূলে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে শুরু করবে। মঙ্গলবার সেই ঝোড়ো হাওয়ার গতিবেগ হবে ঘণ্টায় ৫০-৬০ কিলোমিটার। তারপর তা আরও বাড়তে থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। ঝোড়ো হাওয়ার গতিবেগ সর্বোচ্চ ১০০-৯০ কিলোমিটার হতে পারে বলে আশঙ্কা।
মঙ্গলবার থেকেই দুই রাজ্যের উপকূলীয় এলাকায় শুরু হবে হালকা থেকে মাঝারি বৃষ্টি। ধীরে ধীরে বৃদ্ধি পাবে ঝড়-বৃষ্টির দাপট। ঘূর্ণিঝড় অভিমুখ ক্রমশ উত্তর-পশ্চিম দিকে ঘুরতে থাকবে বলে আশঙ্কা হাওয়া দফতরের। এবং ২৬ মে নাগাদ ওড়িশা ও পশ্চিমবঙ্গের উপকূলে আছড়ে পড়তে পারে যশ।
Comments are closed.