জেনারেলের টিকিট কেটেই স্লিপার ক্লাসে যাওয়া যাবে, সিদ্ধান্ত রেলের

ট্রেনযাত্রীদের জন্য সুখবর। এবার সাধারণ টিকিটেই স্লিপার কোচে ভ্রমণ করা যাবে। এরজন্য দিতে হবে না অতিরিক্ত চার্জ। দিল্লি সহ উত্তর-পূর্ব ভারত শীতে কাঁপছে। বেশিরভাগ রাজ্যে শৈত্যপ্রবাহ চলছে। তাই যাত্রীদের সুবিধার্থে এই সিদ্ধান্ত নিয়েছে রেল। রেলের এই সিদ্ধান্তে খুশি দরিদ্র ও বয়স্ক যাত্রীরা।

শীতের মরশুমে অনেক এসি কোচে যাতায়াত করেন। তাই স্লিপার কোচে যাত্রী সংখ্যা কমছে। অন্যদিকে এসি কোচে যাত্রী সংখ্যা বাড়ছে। তাই এসি কোচ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রেল। দেখা যাচ্ছে শীতের মরশুমে স্লিপার কোচে ৮০ শতাংশ আসন খালি থাকছে। তাই সাধারণ টিকিটে যাত্রীরা স্লিপার কোচে যাতায়াত করতে পারবে বলেই সিদ্ধান্ত নিয়েছে রেল। তবে এই ক্ষেত্রে এইসব কোচের বাইরে অসংরক্ষিত কথাটি লেখা থাকবে। ভারতীয় রেল এই বিষয়ে সব বিভাগের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছে।

Comments are closed.