বিশ্বকাপ চলাকালীন হাঁটা প্রতিযোগিতায় বাংলার ঘরে সোনা আনলেন যুথিকা

চারিদিকে গোটা বিশ্ব মেতেছে কাতার বিশ্বকাপ নিয়ে। আর এরমধ্যে হাঁটা প্রতিযোগিতায় বাংলার ঘরে সোনা আনলেন নিউ ব্যারাকপুরের যুথিকা রায়। নাসিকে আয়োজিত ভেটেরন স্পোর্টস চ্যাম্পিয়নশিপে সোনা জেতেন তিনি। অভাবের সংসারে নুন আনতে পান্তা ফুরায়। দুবেলা পেটের ভাত জোগাড় করতে হিমসিম খেতে হয়। কিন্তু মনের ইচ্ছা আর জেদ যুথিকাকে সোনা আনতে সাহায্য করেছে।

নাসিকে দ্বিতীয় জাতীয় ভেটেরেনস স্পোর্টস এন্ড গেমস চাম্পিয়নশিপে ৩ হাজার ও ৫ হাজার মিটার হেঁটেছেন তিনি। ২৩ শে নভেম্বর থেকে ২৭ নভেম্বর পর্যন্ত মহারাষ্ট্রের নাসিকে এই প্রতিযোগিতা চলেছিল।

ছোট্ট একটা ঘর। কিন্তু এই ঘরেই রয়েছে অসংখ্য ট্রফি ও মেডেল। এতে আর পেট ভরে না। ইচ্ছা আন্তর্জাতিক স্তরে নিজের নাম উজ্জ্বল করা। বাংলার ঘরে সোনা দিতে চান আন্তর্জাতিক স্তর থেকে বলে জানিয়েছেন যুথিকা। নিউ ব্যারাকপুর পুরসভার চেয়ারম্যান তাঁকে অনেক সাহায্য করেছেন বলে জানিয়েছেন।

২০২০ সালে স্বামী মারা যাওয়ার পর এক ছেলে ও এক মেয়েকে নিয়ে সংসার ছিল যুথিকার। কিন্তু মেয়ের বিয়ে হয়ে যাওয়ার পর এখন ছেলেকে নিয়ে থাকেন তিনি। আম্ফান ঝড়ে বাড়ির চাল উড়ে গিয়েছিল। ঘরে বিদ্যুৎ পরিষেবা নেই। সরকার থেকে পান কিছু ভাতা। সামান্য পারিশ্রমিকের বিনিময়ে স্থানীয় ছোট ছোট বাচ্চাদের অনুশীলন করান। এই নিয়েই বেঁচে আছেন নিউ ব্যারাকপুরের যুথিকা।

Comments are closed.