সেরা সুন্দরী ছিলেন তানিয়া! বাংলা সিরিয়ালে অভিনয়ে টপে থাকা সত্বেও কেন ইন্ডাস্ট্রি ছেড়ে দিলেন চোখের বালির বিনোদিনী?

একসময় বাংলা টেলিভিশনে একজন অতি পরিচিত অভিনেত্রী ছিলেন তানিয়া গাঙ্গুলী। আজও দর্শকরা তাকে মনে রেখেছেন চোখের বালি ধারাবাহিকের বিনোদিনী হিসাবে। অবশ্যই এই অভিনেত্রী এর আগেও অনেক ধারাবাহিকে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছেন। সৌন্দর্যের দিক থেকেও তিনি ছিলেন অন্যতমা। এত সুন্দরী এবং দক্ষ অভিনেত্রী হওয়া সত্ত্বেও তাকে কেন এখন অভিনয় জগতে দেখা যায় না?

কালার্স বাংলা তে মা দুর্গা ধারাবাহিকটি এক সময় দর্শকদের কাছে বেশ জনপ্রিয়তা লাভ করেছিল। এই ধারাবাহিকে মা লক্ষ্মীর চরিত্রে পাঠ করেছিলেন তানিয়া। আর এই ধারাবাহিকের মধ্য দিয়েই অভিনেত্রী তানিয়ার ক্যারিয়ার জীবন শুরু হয়। অভিনয়ে আসার আগে তিনি সাংবাদিকতা নিয়ে স্নাতকোত্তার পড়াশুনা শুরু করেছিলেন। পড়াশুনার পাশাপাশি তিনি চালিয়ে যান ধারাবাহিকের শুটিং।

স্নাতক পাশ করার পর তিনি অভিনয়ের দিকেই মন দেন। তারপর তার নাম ডাক এত হয়ে যায় যে তিনি চোখের বালি সিরিয়ালে অভিনয়ের সুযোগ পান। শিবাজী পাঁজা প্রযোজিত এই ধারাবাহিকে মহেন্দ্রর চরিত্রে অভিনয় করেছিলেন রোহিত সামন্ত। রেজওয়ান রাব্বানী শেখ ছিলেন বিহারীর চরিত্রে।

 

View this post on Instagram

 

A post shared by Tania Ganguly (@gangulytan)

বিনোদিনীর চরিত্রটিকে তানিয়া তার দক্ষ অভিনয়ের দ্বারা ফুটিয়ে তুলেছিল। এই চরিত্রে অভিনয়ের পর তার ক্যারিয়ার জীবনে সাফল্য তুঙ্গে উঠে যায়। এরপর তিনি ‘দুগ্গা দুগ্গা’, ‘জীবন জ্যোতি’, ‘সাত ভাই চম্পা’, ‘ভক্তের ভগবান শ্রীকৃষ্ণ’ এর মত একের পর এক সিরিয়ালে অভিনয়ের জন্য ডাক পেয়েছেন। তবে তিনি খলনায়িকা হিসেবেও দর্শকদের মনে স্থান করে নিয়েছেন।

এত ভালো কেরিয়ার হওয়া সত্ত্বেও এই অভিনেত্রী হঠাৎ করে একদিন বিনোদন দুনিয়া থেকে সরে দাঁড়ান। আরামবাগের এসডিপিও অভিষেক মন্ডলকে বিয়ে করে অভিনয় থেকে দূরে চলে যান তিনি। বর্তমানে তিনি ঘর সংসারী। সংসারের পাশাপাশি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে সোশ্যাল ওয়ার্ক নিয়ে পড়াশোনা করছেন।

Comments are closed.