বর্তমানে মিঠাই ধারাবাহিক নিয়ে জল্পনা তুঙ্গে। সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই দেখা যাচ্ছে মিঠাই নিয়ে একাধিক পোস্ট। শোনা গিয়েছে খুব শীঘ্রই নাকি এই মেগা ধারাবাহিক বন্ধ হয়ে যেতে চলেছে। লাগাতার ৫০ সপ্তাহ ধরে যেই ধারাবাহিক টিআরপি তালিকার শীর্ষস্থান দখল করেছিল সেই ধারাবাহিকের অবস্থা এখন খুবই খারাপ। TRP তালিকায় অষ্টম স্থানে নেমে এসেছে জনপ্রিয় এই ধারাবাহিক।
এর আগেও আমরা বহুবার দেখেছি টিআরপি রেটিং কম থাকার কারণে বন্ধ হয়ে গিয়েছে একাধিক জনপ্রিয় ধারাবাহিক যারা একসময় টিআরপিতে লেখার শীর্ষস্থান দখল করে থাকতো। সেই ধারাবাহিকগুলি শেষে গিয়ে জনপ্রিয়তা কম থাকার কারণে বন্ধ হয়ে গিয়েছে। তবে কি এবার সেই পথেই হাঁটছে মিঠাই ধারাবাহিক? এই নিয়ে এক সাক্ষাৎকারে মুখ খুললেন অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু। অভিনেত্রী বলেন “যেটা শুরু হয়েছে সেটা একদিন না একদিন শেষ হবে। কোন কিছুই তো দিনের পর দিন চলতে পারে না।
কিছুই চিরস্থায়ী হয় না। আমি ‘মিঠাই’ হয়ে এটুকু বলতে পারি যে এই মুহূর্তে সিরিয়াল বন্ধ হচ্ছে না। এই ধারাবাহিক যখন বন্ধ হবে, সেটা দর্শক ঠিক বুঝতে পারবেন। কিন্তু, কবে এই ধারাবাহিক বন্ধ হবে সেটা না ভেবে সিরিয়ালটি দেখুন। আগামীর চিন্তা না করে এত ভালো যে গল্পটা দেখানো হচ্ছে সেটাকে উপভোগ করুন।” অভিনেত্রী আরো জানান “সিরিয়াল কবে শেষ হচ্ছে সেটা ক্রমাগত ভাবতে থাকলে বর্তমানে সিরিয়ালটি উপভোগ করা যাবে না। একটা সময়ে সব ধারাবাহিকের TRP কমে। এটা তো স্বাভাবিক। কত নতুন নতুন গল্প আসছে। ভালো ধারাবাহিক আসছে। সবকিছুকেই তো গ্রহণ করতে হবে। একটা না সরলে, নতুন কী ভাবে জায়গা পাবে?”
যদি মিঠাই ধারাবাহিক বন্ধ হওয়া নিয়ে অফিসিয়াল কোন খবর জানা যায়নি চ্যানেলে তরফ থেকে। এছাড়াও সোশ্যাল মিডিয়াতেও নানান রকম সমালোচনা হচ্ছে এই ধারাবাহিককে নিয়ে। অনেকেরই দাবি আর ভালো লাগছে না মিঠাই। একঘেয়ে হয়ে গিয়েছে এখন গল্প।
Comments are closed.