বর্তমানে মানুষের সময় কাটানোর একটা পছন্দের ক্ষেত্র হল সোশ্যাল মিডিয়া। হাতে একটা স্মার্ট ফোন আর ফ্রি ইন্টারনেট, ব্যাস তাহলেই কেটে যাবে ঘন্টার পর ঘন্টা। কিন্তু ডাক্তারদের মতে সারাক্ষণ ফোনে আটকে থাকা একেবারেই ভালো লক্ষণ নয়। অন্যদিকে এর ফলে আমাদের শরীরে নানা রকমের খারাপ রোগও দেখা যায়, বিশেষত সবথেকে ক্ষতি হয় চোখের। কিন্তু বর্তমানে কাজের ফাঁকে মানুষ যেটুকু সময় পায় পুরোটাই সোশ্যাল মিডিয়ায় ব্যবহার করে। কিন্তু জানেন কি সোশ্যাল মিডিয়া ব্যবহারের পেছনে রয়েছে আপনার রাশির প্রভাব? বলা যেতে পারে কিছু মানুষ রাশি অনুসারে বেশি সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন। আসুন জেনে নেওয়া যাক কোন রাশির জাতক কতক্ষণ সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন।
১)মিথুন
এই রাশির মানুষরা খুবই সামাজিক হয়, এমনকী অন্যদের সাথে তাদের স্বাদ, পছন্দ এবং পছন্দগুলি ভাগ করে নিতে পছন্দ করে। তাই খুব সহজেই এরা সোশ্যাল মিডিয়ায় জড়িয়ে পড়ে। এই রাশির মানুষরা বেশি সোশ্যাল মিডিয়ায় আসক্ত হন। সময় পেলেই তাঁরা ফোন ঘেঁটে দেখেন।
২) সিংহ
এই রাশির মানুষরা সহজেই সবার চোখের মণি হয়ে যেতে পারে। এমনকী সবার সাথে তারা তাদের ছবিগুলি শেয়ার করতে পছন্দ করে। সবার সাথে অনেক ধৈর্য নিয়ে যোগাযোগ করতে পারে।
৩) তুলা
এই রাশির জাতক চিহ্নের লোকেরা খুব প্রযুক্তি-বুদ্ধিমান এবং তাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে কীভাবে তাদের সুবিধার্থে ব্যবহার করতে হয় তা জানে।
৪) বৃশ্চিক
এই রাশির মানুষরা কার সাথে কী চলছে তা জানতে তারা পছন্দ করে এবং অন্যের সাথে কথা বলতেও পছন্দ করবে। এমনকী নানা বিষয় নিয়ে আগ্রহ থাকায় তারা এই বিষয় নিয়ে কথা বলতে পছন্দ করে। তাই নিজেকে সবসময় সোশ্যাল মিডিয়ায় ব্যস্ত রাখে।
৬) ধনু
ধনু রাশির মানুষরা নিজেদের সময় কাটানো ছাড়াও ছবি আপলোড করে এবং সবার থেকে মতামত পেতে পছন্দ করে। তারা কেবল তাদের অনুগামীদের কাছ থেকে গণনা করা এবং অনুকূল প্রতিক্রিয়া পেতে পারে।
Comments are closed.