লাদাখে নদীতে জওয়ানদের গাড়ি পড়ে গিয়ে মৃত্যু হয়েছে ৭ জওয়ানের। এরমধ্যে রয়েছেন বাংলার বাসিন্দা বাপ্পাদিত্য খুটিয়া। শুক্রবার এই খবর প্রকাশ্যে আসতেই শোকের ছায়া খড়্গপুর জুড়ে। বাপ্পাদিত্য খুটিয়া ২০০৯ সালে সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন। শেষ ২৭ এপ্রিল খড়্গপুরের বাড়িতে এসেছিলেন তিনি। এরপর ফের নিজের কাজে যোগ দিয়েছিলেন। বাপ্পাদিত্যের বাড়িত আছে মা, বাবা, স্ত্রী ও ১১ মাসের শিশুকন্যা।
শুক্রবার লাদাখে শায়ক নদীতে পড়ে যায় সেনাকর্মীদের একটি গাড়ি। মৃত্যু হয় কমপক্ষে ৭ জন ভারতীয় সেনার। আহত হয়েছেন কমপক্ষে ১২ জন জওয়ান। লাদাখের তুরতুক সেক্টরে এই দুর্ঘটনায়আহত সেনাদের উদ্ধার করতে নামানো হয় ভারতীয় বায়ু সেনাকে। আহতদের পারতাপুরের 403 ফিল্ড হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি। নিহত জওয়ানদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি। আহত জওয়ানদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। এরপর জানা যায় মৃত জওয়ানদের মধ্যে আছেন খড়্গপুরের বাপাদিত্য খুটিয়া।
Comments are closed.