বাংলার বেশকিছু জায়গায় কমল পেট্রোল-ডিজেলের দাম। সপ্তাহের শুরুর দিন সোমবার বাংলার কয়েকটি জেলায় জ্বালানির দাম কমেছে। আবার অন্যদিকে কয়েকটি জেলায় দাম অপরিবর্তিত থাকছে পেট্রোল ও ডিজেলের। ১৪ টি জেলায় দাম বেড়েছে জ্বালানির।
দেখা যাচ্ছে আলিপুরদুয়ার, বীরভূম, কোচবিহার, দার্জিলিং, হুগলি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদা, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও পুরুলিয়ায় পেট্রোল-ডিজেলের দাম কমেছে। দাম বেড়েছে বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ ও জলপাইগুড়ি জেলায়।
কলকাতায় অপরিবর্তিত পেট্রোল ও ডিজেলের দাম। তিলোত্তমায় পেট্রোল বিক্রি হচ্ছে ১০৬.৩২ টাকা প্রতি লিটার। ডিজেল বিক্রি হচ্ছে ৯২.৭৬ টাকায়।
জ্বালানির দাম কমেছে আলিপুরদুয়ারে। সেখানে পেট্রোলের দাম লিটার প্রতি ১০৬.৮২ টাকা। ডিজেলের দাম ৯৩.৪৯ টাকা প্রতি লিটার। বীরভূমে পেট্রোলের দাম লিটারপ্রতি ১০৬.৬৮ টাকা। ডিজেলের দাম ৯৩.৩৮ টাকা প্রতি লিটার। কোচবিহারে লিটার প্রতি পেট্রোলের দাম ১০৬.৭৯ টাকা। ডিজেলের দাম ৯৩.৪৬ টাকা। উত্তর ও দক্ষিণ দিনাজপুরে পেট্রোল বিক্রি হচ্ছে যথাক্রমে ১০৬.৫৪ ও ১০৬.১০ টাকায়। ডিজেল বিক্রি হচ্ছে যথাক্রমে ৯২.৮৩ ও ৯৩.২৪ টাকায়। দার্জিলিং-য়ে পেট্রোল ১০৫.৮৭ টাকা ও ডিজেল ৯২.৬১ টাকায়। হুগলিতে পেট্রোলের দাম লিটার প্রতি ১০৬.৩২ টাকা ডিজেলের দাম ৯৩.০৩ টাকা। দাম বেড়েছে জলপাইগুড়িতে। পেট্রোলের দাম ১০৬.৪৬ টাকা লিটার প্রতি। ডিজেলের দাম ৯৩.১৬ টাকা।
Comments are closed.