ঝাড়গ্রামে কয়েকঘণ্টার ব্যবধানে হাতির হানায় মৃত্যু হল ২ জনের। কলাইকুণ্ডা রেঞ্জের চুনপাড়া জঙ্গল লাগোয়া রাস্তায় সোমবার রাতে এই ঘটনা ঘটে। সুজিত মাহাতো নামের এক ব্যক্তি রাজমিস্ত্রীর সঙ্গে কাজ করতেন। খড়্গপুর থেকে মোটরবাইকে আরও দুইজনের সঙ্গে বাড়ি ফিরছিলেন তিনি। চুনাপাড়ার কাছে একটি হাতি দেখতে পেয়ে হঠাৎ বাইকের গতি কমিয়ে দেন তাঁরা। হাতিটি মোটরবাইকের পিছনে ছুটতে থাকে। রাস্তায় একটি বড় গর্ত থাকায় মোটরবাইক ছেড়ে পালিয়ে যান সুজিত সহ তাঁর বন্ধুরা। হাতিটি পিছু ধাওয়া করে সুজিতকে আক্রমণ করে। ঘটনাস্থলেই মৃত্যু হয় সুজিতের।
মঙ্গলবার সকাল থেকে ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসীরা। ঘটনাস্থলে আসে সাঁকরাইল থানার পুলিশ। কিন্তু পুলিশকে মৃতদেহ তুলতে বাধা দেন এলাকাবাসীরা।
অন্যদিকে ঝাড়্গ্রামের মানিকপাড়া রেঞ্জের বালিভাষা বিটের বালিয়া গ্রামে রাতে খাবারের সন্ধানে ঢুকে পড়ে হাতির দল। একের পর এক মাটির বাড়ি ভাঙতে শুরু করে হাতির দল। নমিতা মাহাতো নামে এক বৃদ্ধার মাটির বাড়ি ভেঙে ফেলে হাতির দল। প্রাণে বাঁচতে বাড়ি ছেড়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করেন ওই বৃদ্ধা। কিন্তু হাতির আক্রমণে মৃত্যু হয় ওই বৃদ্ধার। ঘটনার জেরে আতঙ্কে রয়েছেন বালিয়া গ্রামের বাসিন্দারা। জানা গিয়েছে, ঘটনাস্থলে পৌঁছান বন দফতরের কর্মীরা। ঝাড়গ্রামে হাতির হানায় মৃতের সংখ্যা বেড়েই চলেছে। জান গিয়েছে, ৩৬ ঘণ্টার মধ্যে হাতির হানায় মৃত্যু হল ৩ জনের।
Comments are closed.