গত দু’দিনের তুলনায় সামান্য বেড়েছে তাপমাত্রার পারদ, শিবরাত্রী থেকেই আবহাওয়ার বড় বদল

মঙ্গল ও বুধবারের তুলনায় বৃহস্পতিবার সামান্য বেড়েছে তাপমাত্রা। বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৮.৬ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি সেলসিয়াস। গত দুদিন তাপমাত্রার পারদ নেমে গিয়েছিল ১৫-র ঘরে। মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৩ ডিগ্রি সেলসিয়াস। সোমবার ছিল ১৫.৫ ডিগ্রি সেলসিয়াস।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বৃহস্পতিবার থেকে বাড়বে তাপমাত্রার পারদ। শনিবার অর্থাৎ শিবরাত্রীর দিন তাপমাত্রা বেশ বাড়বে বলেই জানিয়েছে হাওয়া অফিস। শনিবারের পর কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি ও সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রির ওপরে থাকবে। নতুন করে তাপমাত্রা নামার সম্ভাবনা আর নেই।

তবে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতায় সেইভাবে শীত অনুভূল না হলেও পার্শ্ববর্তী জেলাগুলিতে সকালের দিকে শীতের আমেজ থাকবে। উত্তরবঙ্গের কয়েকটি জেলায় তাপমাত্রার পারদ ১০ ডিগ্রির কাছাকাছি রয়েছে। এই মুহূর্তে উত্তরবঙ্গের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই।

Comments are closed.