মাসের শুরুর দিনেই সুখবর। দাম কমলো বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের। এক ধাক্কায় ৩৬ টাকা দাম কমেছে গ্যাসের। সোমবার কলকাতায় ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমে হয়েছে ২০৯৫.৫০ টাকা।
মুম্বইতে গ্যাস সিলিন্ডারের নতুন দাম হয়েছে ১৯৩৬.৫০ টাকা। দিল্লিতে নতুন দাম ২০১২.৫০ টাকার জায়গায় দাম কমে হল ১৯৭৬.৫০ টাকা। চেন্নাইতে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের নতুন দাম হল ২,১৪১ টাকা। এই নিয়ে পরপর তিন মাস কমল বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম। তবে বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমলেও সাধারণ মধ্যবিত্তের কোনও সুরাহা হল না। বাড়িতে রান্নার এলপিজি সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন হয়নি। কলকাতা সহ সারা দেশেই গার্হস্থ্য সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন হয়নি। তবে বাণিজ্যিক গ্যাসের দাম কমায় লাভ হবে খাবার ব্যবসায়ীদের। সেই সঙ্গে রেস্টুরেন্টে খাবারের দামও কমবে বলে মনে করা হচ্ছে। পরপর তিন মাস ধরে দাম কমেছে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের। জুন, জুলাইয়ের পর অগাস্ট মাসেও সস্তা হল বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম। জুন, জুলাই, অগস্ট এই তিন মাস মিলিয়ে মোট ৩৫৮ টাকা ৫০ পয়সা দাম কমেছে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের।
Comments are closed.