বিধানসভা ভোটের দিনক্ষন ঘোষণা হয়নি এখনও। এর মধ্যেই শনিবার রাজ্যে আসছে ১২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। আগামী ২৫ তারিখের মধ্যে আরও ১২৫ কোম্পানি বাহিনী আসবে বলে জানা গিয়েছে।
কেন্দ্রীয় বাহিনীর মধ্যে রয়েছে সিআরপিএফ, সিআইএসএফ, বিএসএফ, এসএসবি, আইটিবিপি। নির্বাচন কমিশন আগামী সপ্তাহেই ভোটের দিন ঘোষণা করতে পারে বলে সূত্রের খবর। ভোট ঘোষণার আগেই বিভিন্ন স্পর্শকাতর এলাকায় টহলদারি চালাবে বাহিনী। স্পর্শকাতর এলাকার বাসিন্দাদের মনে ভরসা জোগাতে সক্রিয় থাকবে কেন্দ্রীয় বাহিনী।
নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ ইতিমধ্যেই রাজ্যের পরিস্থিতি পরিদর্শন করে গিয়েছে। ভোট ঘোষণার আগেই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী পাঠিয়ে বাংলায় কড়া হাতে ভোট পরিচালনার বার্তা দিয়ে রাখল নির্বাচন কমিশন।
Comments are closed.