উপরতলার পাশাপাশি নীচু তলাতেও রাজ্য বিজেপির ভাঙ্গন অব্যাহত। বনগাঁয় দুই পঞ্চায়েত সদস্য সহ তৃণমূলে যোগ দেন ১২০০ বিজেপি কর্মী। বনগাঁয় তৃণমূলের সাংগঠনিক জেলা কমিটির সভাপতি আলো রানি সরকারের উপস্থিতিতে বিজেপি কর্মীরা তৃণমূলে যোগ দেন।
বৃহস্পতিবার বনগাঁর কালুপুর বাজারে তৃণমূলের উদ্যোগে মিলন মেলার আয়োজন করা হয়। বিজেপির দুই পঞ্চায়েত সদস্য সহ হাজারের বেশি কর্মী সমর্থক তৃণমূলের পতাকা তুলে নেন। এদিনের যোগদান মঞ্চে জেলা সভাপতি আলরানি সরকার সহ উপস্থিত ছিলেন, মহিলা তৃণমূলের জেলা সভানেত্রী ইলা বাগচী এবং দলের মুখপাত্র রাজীব চৌধুরী।
যোগদান প্রসঙ্গে আলরানি সরকার জানান, দুই পঞ্চায়েত সদস্য সহ অটো, টোটো ইউনিয়নের মোট ১২০০ বিজেপি কর্মী, সদস্য এদিন তৃণমূলে এলেন। ভবিষ্যৎ-এ আরও অনেকে তৃণমূলে আসবেন।
যদিও এদিনের যোগদান নিয়ে তৃণমূলকে কটাক্ষ করছেন বনগাঁ বিজেপির নেতৃত্ব। তাঁদের কথায় শাসক দলের চাপের মুখে পড়ে কর্মীরা দল ছাড়তে বাধ্য হয়েছেন। তাঁদের দাবি, কর্মীরা তৃণমূলে গেলেও ওঁদের মন বিজেপিতেই রয়েছে। নির্বাচনে তার প্রমাণ পাবে ঘাসফুল শিবির।
উল্লেখ্য, বৃহস্পতিবারই তৃণমূলে ফিরেছেন সব্যসাচী দত্ত। মমতা ব্যানার্জির শপথের দিনই বিধানসভায় গিয়ে তৃণমূলে যোগদেন সব্যসাচী।
Comments are closed.