১৪ এপ্রিল দেশে ছুটি ঘোষণা করল কেন্দ্র। ড: ভীমরাও আম্বেদকরের জন্মদিন উপলক্ষ্যে ছুটি ঘোষণা করা হয়েছে। সব ব্যাঙ্ক এবং পোস্ট অফিস ছুটি থাকবে ওইদিন।
এর আগে ১৪ এপ্রিল আম্বেদকর জয়ন্তী হিসেবে পালন করা হত। এবার ওই দিনে ছুটি ঘোষণা করল কেন্দ্র। ১৪ তারিখ বৃহস্পতিবার ছুটি ঘোষণার পর ওই সপ্তাহে শনিবার ছুটি নিতে পারলে পরপর চারদিন ছুটি পেয়ে যাবেন সরকারি কর্মীরা। কারণ ১৫ তারিখ গুড ফ্রাইডে। বাংলায় ওই দিন এমনিতেই ছুটি।
এপ্রিলের শুরুতে টানা ৩ দিন একটানা ছুটি ছিল ব্যাঙ্কে। এপ্রিল মাসে বিভিন্ন রাজ্য মিলিয়ে মোট ১৫ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক।
Comments are closed.