ফের দুর্ভোগের মুখে পড়তে চলছে হাওড়া শাখার নিত্যযাত্রীরা। গোটা মার্চ মাস জুড়ে হাওড়া শাখায় ১৪ টি লোকাল ট্রেন বাতিল থাকবে। পূর্ব রেলের তরফে বিজ্ঞপ্তি দিয়ে এমনটাই জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হাওড়া শাখায় লিলুয়া বর্ধমান রেল লাইন মেরামতির জন্যই লোকাল বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পূর্ব রেল সূত্রে খবর, লিলুয়া-বর্ধমান লাইনে হাইস্পিড ট্রেন চলবে। যে কারণেই ট্রেন চলাচলের জন্য লাইন সংস্কারের কাজ করতে হবে। ওই নির্দিষ্ট লাইনে উন্নতমানের ওভারহেড তারও বসবে। সে কারণে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। গোটা মার্চ মাস জুড়েই ১৪টি লোকাল ট্রেন বাতিল থাকবে।
হাওড়া থেকে বাতিল থাকবে-৩৭৬১১,৩৭৮১৫,৩৭৩৪৩,৩৬০৭১,৩৭০১১,৩৬৮২৫,৩৬০৮৫। বর্ধমান থেকে যে দুটি ট্রেন বাতিল থাকবে, ৩৭৮৩৪,৩৭৮৪০। পাণ্ডুয়া থেকে বাতিল থাকছে,৩৭৬১৪,তারকেশ্বর থেকে বাতিল থাকবে ৩৭৩৫৪। শ্রীরামপুর এবং মশাগ্রাম থেকেও একটি করে লোকাল বাতিল থাকছে।
Comments are closed.