ফের শিরোনামে যোগী রাজ্যের উন্নাও। এবার প্রশাসনিক কর্তাদের দুর্ব্যবহারে অতিষ্ঠ জেলার সিনিয়ার ডাক্তাররা গণ পদত্যাগ শুরু করেছেন।
কোভিড রোগীদের সুস্থ করে তুলতে দিনরাত লড়াই করে যাচ্ছেন চিকিৎসকরা। সেই চিকিৎসকদের মানসিক নির্যাতনের অভিযোগ। ঘটনাস্থল উত্তরপ্রদেশ। মানসিকভাবে এতটাই হয়রান হতে হয় তাঁদের, যে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন ১৪ জন সিনিয়ার চিকিৎসক।
উত্তরপ্রদেশের উন্নাওয়ের কমিউনিটি এবং প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে কর্মরত ছিলেন ১৪ জন চিকিৎসক। প্রশাসনিক কর্তারা তাদের সঙ্গে দুর্ব্যবহার করতেন বলে অভিযোগ। সেইসঙ্গে ওই চিকিৎসকদের কপালে জুটত মানসিক নির্যাতন। কাজ ছাড়লেও ডাক্তার বাবুরা আশ্বাস দিয়েছেন পদত্যাগপত্র নিয়ে জেলা ম্যাজিস্ট্রেট এবং চিফ মেডিকেল অফিসারের সঙ্গে আলোচনা না হওয়া পর্যন্ত কোভিড চিকিৎসা চালিয়ে যাবেন।
জানা গেছে এই ১৪ জন চিকিৎসক উন্নাওতে সিএইচসি ও পিএইচসির দায়িত্বে ছিলেন। বুধবার সন্ধ্যায় সিএমও অফিসে গিয়ে পদত্যাগপত্র জমা করেছেন তাঁরা।
এই বিষয়ে ডাক্তার সঞ্জীব জানিয়েছেন, এক বছর ধরে আমরা বিভিন্ন গ্রামাঞ্চলে গিয়ে কাজ করছি। তা সত্ত্বেও ডিএম এবং সিএমও আমাদের সঙ্গে দুর্ব্যবহার করে যাচ্ছে। সহযোগিতার পরিবর্তে এই প্রশাসনিক আধিকারিকরা আমাদের উপর মানসিক নির্যাতন চালাতেন। কথায় কথায় ডাক্তারদের বিরুদ্ধে এফআইআর করার হুমকি দেওয়া হতো বলে পদত্যাগী ডাক্তার বাবুরা অভিযোগ করেছেন।
তাঁরা বলছেন, অত্যাচারের মাত্রা এমন জায়গায় চলে যায় যে, বারবার তাঁদের বেতন আটকানো হয়েছিল। দ্বিতীয় ঢেউয়ের জন্য আমাদের দায়ী করছেন আমলারা, বিস্ফোরক অভিযোগ পদত্যাগী ডাক্তারদের।
তবে ঘটনার অভিঘাত আঁচ করে উন্নাওয়ের জেলাশাসক জানিয়েছেন, ডাক্তার বাবুরা আমাদের দলের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। তাঁদের বাদ দেওয়ার প্রশ্নই ওঠে না। বরং বলা ভাল ডাক্তার বাবুদের নেতৃত্বেই আমরা করোনার বিরুদ্ধে লড়াই জিতব।
Comments are closed.